গুম-খুনের মামলায় হাজিরা: ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির
রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ৩:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
টিএফআই–জেআইসি সেলে গুম, নির্যাতন ও হত্যা–সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় আজ রবিবার (২৩ নভেম্বর) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হবে।
শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এলাকা এবং ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সকাল থেকেই কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সেনা কর্মকর্তা, পুলিশ, র্যাব, বিজিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ট্রাইব্যুনালের আশপাশে মোতায়েন রয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, সকাল ১০টার পর ট্রাইব্যুনাল বৈঠকে বসতে পারে। ইতোমধ্যে দুই মামলায় গ্রেপ্তার হওয়া ১৩ সেনা কর্মকর্তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
গুম-নির্যাতন-সংক্রান্ত প্রথম মামলায় মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও কর্নেল আনোয়ার লতিফ খান বর্তমানে সেনা হেফাজতে আছেন।
এ ছাড়া র্যাব গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেমও হেফাজতে রয়েছেন।
র্যাবের সাবেক তিন মহাপরিচালক-বেনজীর আহমেদ (পরবর্তীতে আইজিপি), এম খুরশিদ হোসেন ও মো. হারুন-অর-রশিদ-এ মামলায় পলাতক হিসেবে তালিকাভুক্ত। একই মামলায় শেখ হাসিনা, সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মাদ খায়রুল ইসলামও পলাতক।
গুম-নির্যাতনের আরেক মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকসহ মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। এ মামলার আসামিদের মধ্যে ডিজিএফআইয়ের সাবেক তিন পরিচালক-মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী-বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন।
এ ছাড়া ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) মো. সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল (অব.) হামিদুল হক এ মামলার আসামি।
মামলার বাকি তিন আসামি-মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, মেজর জেনারেল কবীর আহাম্মদ ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) মখছুরুল হক-কোথায় আছেন তা নিশ্চিত না হলেও, কিছু সূত্র জানায় তারা বিদেশে অবস্থান করছেন।
৩৯২ বার পড়া হয়েছে