গণতন্ত্র টিকিয়ে রাখতে মব ভায়োলেন্স পরিহার জরুরি : মির্জা ফখরুল
বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ১০:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও টেকসই রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে ‘মব ভায়োলেন্স’ বা জনতা নির্ভর সহিংসতা থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বিরোধী মতকে দমন নয়, বরং মতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতাই গণতন্ত্রের মূল ভিত্তি।
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের শুরুতে গণঅভ্যুত্থান নিয়ে একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
ফখরুল বলেন, গণতন্ত্র মানে ভিন্ন মতের প্রতি সম্মান। আমি আপনার মতের সঙ্গে একমত নাও হতে পারি, কিন্তু আপনার মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করাই হলো সত্যিকারের গণতন্ত্র।' তার মতে, দেশে ভিন্নমতকে জায়গা না দেওয়ার প্রবণতা সমাজকে অনিশ্চিত পথে ঠেলে দিচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, শক্তিশালী বিচার বিভাগ, স্বাধীন গণমাধ্যম ও কার্যকর সংসদ প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্র সুসংহত হতে পারে না। 'কে জিতল বা হারল তা গুরুত্বপূর্ণ নয়; গুরুত্বপূর্ণ হচ্ছে, প্রতিষ্ঠানগুলো কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে,'- যোগ করেন তিনি।
আগামী নির্বাচনকে কেন্দ্র করে গণতন্ত্রপন্থী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের উপর গুরুত্ব দেন মির্জা ফখরুল। তিনি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও গণতন্ত্রের জন্য লড়াই করতে একটি বিস্তৃত মোর্চা গড়ে তোলা প্রয়োজন। তিনি আরও বলেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া গণতন্ত্রের জন্য দীর্ঘদিন নির্যাতন সহ্য করেছেন, এখনো সেই আদর্শেই অনুপ্রাণিত করছেন দলের নেতাকর্মীদের।
তারেক রহমানের ওপর নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে ফখরুল বলেন, বিদেশে অবস্থান করেও তিনি দলসহ গোটা জাতিকে গণতান্ত্রিক সংগ্রামে উদ্বুদ্ধ করে চলেছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়কে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, এই সহিংসতার মাধ্যমে একটি মহল রায়ের গুরুত্ব আড়াল করার চেষ্টা করছে। তিনি বলেন, 'গণতন্ত্রের সংগ্রামে যারা শহীদ হয়েছেন, তাদের ত্যাগকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে কিনা সবাইকে সতর্ক থাকতে হবে।'
নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে ফখরুল বলেন, 'বিএনপি কোনও বিপ্লবী দল নয়, বরং লিবারেল ডেমোক্রেটিক পার্টি। সব মত, সব ধর্ম ও সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে একটি রেইনবো স্টেট গড়াই আমাদের লক্ষ্য।'
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের সভাপতিত্বে সেলিমা রহমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ অন্যান্য রাজনৈতিক নেতারা বক্তব্য রাখেন।
১০৫ বার পড়া হয়েছে