সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ৯:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহ জেলা শহরে রেল লাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে শহরের পায়রা চত্বরে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণী–পেশার মানুষ ব্যানার–ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নেন।

ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তৃতা দেন আইনজীবী এস. এম. মসিউর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক এন. এম. শাহজালাল, বিএনপি নেতা মীর রবিউল ইসলাম লাবলু, রেললাইন বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান, নবচিত্র পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট আলাউদ্দিন আল আজাদ, কমিউনিস্ট পার্টির সভাপতি স্বপন কুমার বাগচী, বাসদ সভাপতি অ্যাডভোকেট আসাদসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ঝিনাইদহ দীর্ঘদিন ধরে অবহেলিত একটি জেলা। রেললাইন না থাকায় যোগাযোগ ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে এবং মেডিকেল কলেজের অভাবে এখানকার মানুষ উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। তারা দ্রুত সময়ের মধ্যে রেললাইন নির্মাণ, একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জোর দাবি জানান।

১০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন