সর্বশেষ

জাতীয়

নির্বাচনে ড্রোন, পোস্টার ও বিদেশি প্রচারণা বন্ধ: ইসির নতুন আচরণবিধি জারি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ৬:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নির্বাচন কমিশন (ইসি) নতুন আচরণবিধি জারি করেছে, যা আগামী ত্রয়োদশ নির্বাচনে ভোট প্রচারণার নিয়ম-কানুন নির্ধারণ করেছে।

এবার থেকে রাজনৈতিক দল ও প্রার্থীরা পোস্টার ব্যবহার করতে পারবে না, বিদেশে জনসভা বা প্রচারণা চালাতে পারবে না, এবং ড্রোন বা কোয়াডকপ্টার ব্যবহার নিষিদ্ধ।

নতুন বিধিমালায় বলা হয়েছে, একজন প্রার্থী তাঁর আসনে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবে, যার দৈর্ঘ্য ১৬ ফুট এবং প্রস্থ ৯ ফুটের বেশি হবে না। এছাড়া আলোকসজ্জার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রচারসামগ্রীর ক্ষেত্রে পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার নিশ্চিত করতে পলিথিন ও রেসিন নিষিদ্ধ করা হয়েছে। প্রচারের সময় শব্দের মাত্রা ৬০ ডেসিবেলের বেশি হতে পারবে না।

সামাজিক মাধ্যমে প্রচারণার ক্ষেত্রে প্রার্থী বা নির্বাচনী এজেন্ট ছাড়া অন্য কেউ প্রচারণা চালাতে পারবে না। এছাড়া, সব প্রকার নির্বাচনী কনটেন্টের সত্যতা যাচাই করা বাধ্যতামূলক করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড এবং দেড় লাখ টাকা জরিমানা হতে পারে। গুরুতর অপরাধে তদন্তের পর প্রার্থিতাও বাতিল হতে পারে।

নতুন আচরণবিধির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো একমঞ্চে ইশতেহার ঘোষণা ও দল ও প্রার্থীর অঙ্গীকারনামা প্রদান। নির্বাচন কমিশন একসঙ্গে সব প্রার্থীকে তাদের ইশতেহার পাঠের সুযোগ দেবে। এছাড়া প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং পদ্ধতি চালু করা হচ্ছে।

নির্বাচনী আচরণবিধি ২০০৮ সালের পুরোনো বিধি ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের সঙ্গে সমন্বয় রেখে প্রণয়ন করা হয়েছে। এই ধারার মধ্যে এবার গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের পর প্রার্থিতা বাতিলের সুযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশনের সংশোধিত বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থী, দল বা নির্বাচনী এজেন্ট অশ্লীল, বিভ্রান্তিকর, বিদ্বেষমূলক, বা মানহানিকর কনটেন্ট তৈরি ও প্রচার করতে পারবে না। বিশেষ করে কোনো ধর্মীয় বা জাতিগত অনুভূতির অপব্যবহার, নারী বা সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্য দেওয়া, বা প্রতিপক্ষের চরিত্রহানি করা কঠোরভাবে নিষিদ্ধ।

এছাড়া, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও প্রার্থীর হয়ে প্রচারণায় অংশ নিতে পারবেন না।

নির্বাচনী আইন ও বিধিমালার একাধিক সংস্কারের মধ্য দিয়ে এবার ভোটের নিয়মকে আরও স্বচ্ছ, সুষ্ঠু ও পরিবেশবান্ধব করার চেষ্টা করা হয়েছে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন