সর্বশেষ

জাতীয়

একনেকে ১২ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার ১৫০ কোটি টাকা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ৯:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণে সময় বৃদ্ধিসহ মোট ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৭ হাজার ১৫০ কোটি ৯০ লাখ টাকা, যা পুরোপুরি সরকারের নিজস্ব তহবিল থেকে প্রদান করা হবে।

সোমবার (১০ নভেম্বর) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ৯টি, সংশোধিত ২টি এবং ব্যয় অপরিবর্তিত রেখে মেয়াদ বাড়ানো একটি প্রকল্প রয়েছে। তবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের ‘ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন’ প্রকল্পটি অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়েছে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—

মানিকগঞ্জ ও সাতক্ষীরা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প,
কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওর এলাকায় ক্ষুদ্র সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প,
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প,
খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও রংপুর বিভাগে চারটি নতুন ইঞ্জিনয়ারিং কলেজ স্থাপন,
নড়াইল-কালিয়া মহাসড়কের নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণ,
ঢাকা সেনানিবাসের নির্ঝর এলাকায় অফিসারদের জন্য ‘বি’ টাইপ বাসস্থান নির্মাণ প্রকল্প।

 

এছাড়া, সমাপ্ত চতুর্থ সেক্টর কর্মসূচির আওতায় অসমাপ্ত মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পন্ন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, নিপোর্ট ও নার্সিং অধিদপ্তরের সমন্বিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নেরও অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ ইতোমধ্যে অনুমোদিত নয়টি প্রকল্প সম্পর্কেও একনেক সদস্যদের অবহিত করেন। এসবের মধ্যে রয়েছে— শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শক্তিশালীকরণ, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন, মুক্তিযোদ্ধা সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন, তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষতা উন্নয়ন, উপকূলীয় বন ব্যবস্থাপনার মাধ্যমে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, এবং র‍্যাবের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির প্রকল্প।

বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আইন ও প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খানসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন