২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ
সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ৭:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী বছরে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন এবং নির্বাহী আদেশে আরও ১৪ দিন সরকারি ছুটি থাকবে।
এছাড়া ধর্মীয় ভিত্তিতে ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে। মুসলিমদের জন্য থাকবে ৫ দিন, হিন্দুদের ৯ দিন, খ্রিষ্টানদের ৮ দিন, বৌদ্ধদের ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের জন্য ২ দিন। একজন কর্মকর্তা বছরে সর্বাধিক ৩ দিনের ঐচ্ছিক ছুটি নিজের ধর্ম অনুযায়ী নিতে পারবে, তবে এর জন্য আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারি ও আধা-সরকারি অফিস, সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থাগুলোতে এই ছুটি পালন বাধ্যতামূলক। তবে কিছু অফিসের সময়সূচি ও ছুটি নিজস্ব আইন অনুযায়ী পরিচালিত হলে, তারা নিজস্ব নিয়ম অনুযায়ী ছুটি ঘোষণা করতে পারবে।
উল্লেখ্য, ২০২৬ সালের ছুটি মিলিয়ে মোট ২৮ দিন, যার মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) অন্তর্ভুক্ত। এর আগে গত ৬ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এই ছুটির তালিকা অনুমোদন করে।
১১০ বার পড়া হয়েছে