সারাদেশ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ক্লিনিক মালিক সমিতি প্রান্তিক জনগণের জন্য কম খরচে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন রোগের অপারেশনের নতুন মূল্যতালিকা প্রকাশ করেছে।
কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা ক্লিনিকে সেবার নতুন মূল্য তালিকা ঘোষণা
মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ৬:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ক্লিনিক মালিক সমিতি প্রান্তিক জনগণের জন্য কম খরচে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন রোগের অপারেশনের নতুন মূল্যতালিকা প্রকাশ করেছে।
রোববার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার থানার মোড়ের ফাতেমা সনো ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে আয়োজিত অনুষ্ঠানে এই তালিকা ঘোষণা করেন ক্লিনিক মালিক সমিতির নেতারা।
তালিকায় সিজারিয়ান অপারেশনের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ হাজার টাকা, এপেন্ডিসাইটিস ৮ হাজার, হার্নিয়া ১৪ হাজার, হিস্টেরেক্টমি ১৪ হাজার এবং কোলেসিস্টেকটমি ১৫ হাজার টাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর ক্লিনিক মালিক সমিতির সভাপতি এ এইচ এম জুনাইদ রহমান, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, উপদেষ্ঠা ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবদুস সোবহানসহ অন্যান্য সদস্যরা।
সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বলেন, রোগীরা যেন প্রতারিত না হন, সে লক্ষ্যেই আমরা এই মূল্য নির্ধারণ করেছি। আমরা সাশ্রয়ী ও নিরাপদ স্বাস্থ্যসেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
২৩২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর