আজ আকাশে দেখা যাবে বিরল সুপারমুন
বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ৪:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চলতি বছরের অন্যতম জ্যোতির্বৈজ্ঞানিক মহোৎসব আজ বুধবার (৫ নভেম্বর)। আজ রাতের আকাশে দেখা মিলবে বছরের দ্বিতীয় ও সবচেয়ে উজ্জ্বল সুপারমুনের।
এটাই তিনটি পরপর সুপারমুনের মধ্যে দ্বিতীয়টি, জানিয়েছে দ্য গার্ডিয়ান সোমবার (৩ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে।
আজকের রাত শুধু চাঁদের আলোয় নয়, উৎসবের রঙেও ভরে উঠবে ইউরোপের আকাশ। কারণ একই রাতে সেখানে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘বনফায়ার নাইট’। ফলে রাতটি হবে আলো, আগুন ও চাঁদের সৌন্দর্যের এক অপূর্ব সমন্বয়।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এই বিশেষ পূর্ণিমাকে ‘সুপারমুন’ বলা হয় কারণ চাঁদ তখন পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে—যাকে বলা হয় ‘পেরিজি’। সাধারণত এই অবস্থায় চাঁদ পৃথিবী থেকে প্রায় দুই লাখ ২০ হাজার মাইল দূরে থাকে। পূর্ণিমার সময় চাঁদ যদি পেরিজির ৯০ শতাংশ কাছাকাছি থাকে, তখন তা স্বাভাবিকের চেয়ে বড় ও উজ্জ্বল দেখায়।
নভেম্বরের এই পূর্ণিমাকে আরও একটি নামে ডাকা হয়—‘বিভার মুন’। প্রাচীন আমলে নভেম্বর মাসে বিভাররা (beaver) শীতের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ত—নিজেদের বাঁধ তৈরি ও খাদ্য সংরক্ষণ করত। সেই প্রেক্ষিতেই এই মাসের পূর্ণিমার নামকরণ করা হয়েছে বিভার মুন।
বিশেষজ্ঞরা বলছেন, সুপারমুন দেখতে হলে পরিষ্কার আকাশের প্রয়োজন হবে। তাই দর্শকদের পরামর্শ—স্থানীয় আবহাওয়া ও আকাশের পূর্বাভাস দেখে উপযুক্ত স্থান বেছে নিন।
উল্লেখ্য, চলতি বছরের শেষ সুপারমুন দেখা যাবে আগামী ৪ ডিসেম্বর।
১৩৪ বার পড়া হয়েছে