সর্বশেষ

আন্তর্জাতিক

আতঙ্ক নিয়েও গাজায় ফিরছে বাসিন্দারা, ধ্বংসস্তূপে খুঁজছেন আশার আলো

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ৫:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজার পরিস্থিতি এখনো উদ্বেগ, আতঙ্ক ও চরম অনিশ্চয়তায় ঘেরা। ইসরায়েলের স্থল অভিযানের মুখে গাজা শহর ছেড়ে পালানো লাখো মানুষ এখন আবার ফিরতে শুরু করেছেন নিজেদের ঘরে, যদিও তারা জানেন—সেখানে রয়েছে শুধু ধ্বংসস্তূপ ও মানবিক বিপর্যয়।

দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে পুরো গাজা ভূখণ্ড প্রায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তাঁরা জানেন তাদের গন্তব্যে নেই খাদ্য, পানি বা চিকিৎসার ব্যবস্থা—তবু নিজের ভিটেমাটির টান আর প্রিয়জনদের পাশে থাকার আশায় তাঁরা ফিরে আসছেন।

এদিকে গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে এখনো বহু মানুষ অবস্থান করছেন। তাঁরা জানিয়েছেন, নিরাপদ আশ্রয়ের কোনো বিকল্প না থাকায় সেখানেই থাকতে বাধ্য হচ্ছেন। এখানকার কিছু অংশে সামান্য খাদ্য সহায়তা পাওয়া যাচ্ছে, যা তাঁদের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ রয়েছে। তাঁদের আশঙ্কা, ইসরায়েল তাদের জিম্মিদের মুক্তির পর হয়তো এই সাময়িক চুক্তি থেকে পিছিয়ে যেতে পারে। ফলে গাজাবাসীরা যুদ্ধবিরতির কার্যকারিতা ও দীর্ঘস্থায়ীত্ব নিয়ে নিশ্চিত হতে পারছেন না।

অন্যদিকে আন্তর্জাতিক সহায়তা আসতে শুরু করায় কিছুটা স্বস্তি ফিরেছে। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, এই সহায়তার পরিমাণ গাজার বিশাল জনগোষ্ঠীর প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।

এদিকে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের মায়েন এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৬৭ হাজার ৮০৬ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৬৬ জন।
 

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন