দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিতে জনশূন্য ঢাকা, সড়কে নেই যানজট

বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ ৬:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির সমন্বয়ে টানা চার দিনের ছুটিতে রাজধানী ঢাকা যেন একেবারে শান্ত ও জনশূন্য নগরীতে পরিণত হয়েছে।
ব্যস্ততার শহর আজ অনেকটাই ফাঁকা, নেই চিরচেনা যানজট, সড়কগুলোও প্রায় যানবাহনশূন্য।
বুধবার (১ অক্টোবর) থেকে শনিবার (৪ অক্টোবর) পর্যন্ত সরকারি ছুটিতে অফিস-আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। ছুটির এই দীর্ঘ সময়কে কেন্দ্র করে অনেকেই ঢাকা ছেড়ে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে গ্রামের বাড়ি বা দর্শনীয় স্থানে চলে গেছেন। ফলে ব্যস্ত শহরটি হয়ে পড়েছে ফাঁকা।
শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা—মিরপুর, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, বনানী, রামপুরা ও উত্তরাসহ বেশ কিছু স্থানে ঘুরে দেখা যায়, সড়কে গণপরিবহনের সংখ্যা ছিল খুবই সীমিত। এমনকি রিকশা ও অটোরিকশার সংখ্যাও ছিল তুলনামূলক কম। যাত্রী সংকটের কারণে অনেক চালক অলস সময় পার করছেন।
তবে গণপরিবহন কম থাকায় জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষদের কিছুটা দুর্ভোগে পড়তে হয়েছে। যাত্রী কম থাকায় বাসগুলো স্টপেজে দাঁড়িয়ে থেকেও যাত্রী তুলতে হিমশিম খাচ্ছে। অনেক হেলপারকে যাত্রী ডাকার জন্য বেশ সময় অপেক্ষা করতে দেখা গেছে।
ফাঁকা রাস্তায় চলাচলের সুবিধা পেলেও কিছু এলাকায় রিকশা ও অটোরিকশাচালকদের অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগ উঠেছে। যাত্রী সংকটের সুযোগ নিয়ে তারা ভাড়া নিয়ে মনগড়া আচরণ করছেন বলে জানিয়েছেন কয়েকজন ভুক্তভোগী।
শাহবাগ মোড়ে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্য মো. আব্দুস ছামাদ জানান, “এত ব্যস্ত মোড় হলেও আজ দুদিন ধরে প্রায় ফাঁকা। শুধু জরুরি যানবাহন ছাড়া অন্য কোনো ট্রাফিকের চাপ নেই।”
তবে তিনি জানান, দুর্গাপূজার বিসর্জন উপলক্ষে দুপুরের পর থেকে শহরের বিভিন্ন এলাকায় আবারও যানবাহন ও মানুষের চলাচল কিছুটা বাড়তে পারে।
১০৮ বার পড়া হয়েছে