দুর্গাপূজার ছুটিতেও চলবে শুল্ক স্টেশন ও হাউজের কার্যক্রম

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে দেশের আমদানি ও রপ্তানি কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যে সীমিত পরিসরে কাস্টমস কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এনবিআরের কাস্টমস (নীতি) উইংয়ের দ্বিতীয় সচিব রেজাউল করিম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, ১ ও ২ অক্টোবর দুর্গাপূজার সরকারি ছুটির দিনে দেশের শুল্ক স্টেশন ও কাস্টমস হাউজগুলোতে আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট কার্যক্রম সীমিত আকারে চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের বাণিজ্য প্রবাহ সচল রাখা এবং পণ্য খালাস কার্যক্রমে গতি আনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এদিকে দুর্গাপূজাকে কেন্দ্র করে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা চারদিন সরকারি ছুটি উপভোগ করতে যাচ্ছেন সরকারি চাকরিজীবী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১ অক্টোবর (বুধবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি। এরপর ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় তা সাপ্তাহিক ছুটির আওতায় পড়ছে।
এই টানা ছুটির মধ্যেও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখার উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে সংশ্লিষ্ট ব্যবসায়ী মহল।
১০৯ বার পড়া হয়েছে