সর্বশেষ

জাতীয়

বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৪:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সফরের অংশ হিসেবে তিনি একাধিক বিশ্বনেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন।

রোববার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন ড. ইউনূস। উভয় বৈঠকেই আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

এছাড়া, একই দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও বৈঠক করেন তিনি।

এর আগে, নিউইয়র্কে অবস্থানকালে স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ড. মুহাম্মদ ইউনূস।

তাঁর এই সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গা এবং দক্ষিণ ও মধ্যএশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সের্জিও গরের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বনেতাদের সঙ্গে এসব আলোচনা ও সাক্ষাতে তিনি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়ন অগ্রগতি এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে অবহিত করেন। এ উপলক্ষে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে গত সোমবার নিউইয়র্কে পৌঁছান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন