ঝিনাইদহে স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতায় কর্মশালা অনুষ্ঠিত

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ৯:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে।
জেলার প্রায় ৫ লাখ ৪৪ হাজার দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীকে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেছে অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)।
বুধবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. কামরুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান, এসডিএফ যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ কামাল বাশার, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আঞ্চলিক ব্যবস্থাপক কায়মুন আক্তার মুনা, জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসান এবং জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডা. অনুদীপা রাণী।
দিনব্যাপী এই কর্মশালায় গর্ভবতী নারীর স্বাস্থ্যসেবা, শিশুদের পুষ্টি, সংক্রামক রোগ প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এছাড়া, দরিদ্র জনগোষ্ঠীর জন্য কম খরচে স্বাস্থ্যসেবা সহজলভ্য করার পথনির্দেশনা তুলে ধরা হয়।
১৩৫ বার পড়া হয়েছে