সর্বশেষ

জাতীয়ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা আজ
শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে আসছে আজ
সারাদেশওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে বিক্ষোভ-ভাঙচুর, অবরোধ ও অগ্নিসংযোগ
আন্তর্জাতিকগাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা
খেলাকলম্বিয়া কাপ ফাইনালে ভয়াবহ দাঙ্গা, পুলিশসহ আহত ৫৯
জাতীয়

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ৭:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই আন্দোলনের সময় শাহবাগে জুট ব্যবসায়ী মো. মনির হত্যাকাণ্ডের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন। এদিন কামরুল ইসলামকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক দশ দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে রিমান্ড আবেদন উপস্থাপন করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুহাম্মদ শামসুদ্দোহা সুমন। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী আফতাব আহমেদ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, ২০২৪ সালের ১৮ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর এলাকা থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের পর একাধিক দফা রিমান্ড শেষে তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ‘জুলাই আন্দোলন’-এর সময় শাহবাগ থানাধীন চাঁনখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে বিক্ষোভে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। বিক্ষোভ চলাকালে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

ঘটনার দীর্ঘ সাত মাস পর নিহত মনিরের স্ত্রী রোজিনা আক্তার ২০২৫ সালের ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৫১ জনকে নামীয় ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। অ্যাডভোকেট কামরুল ইসলাম এ মামলার এজাহারভুক্ত ৭ নম্বর আসামি।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন