সর্বশেষ

আন্তর্জাতিক

সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে তাইওয়ানে ১৪ প্রাণহানি, হংকং-চীনে ব্যাপক প্রস্তুতি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ৩:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুপার টাইফুন রাগাসার প্রবল প্রভাবে তাইওয়ানে একটি হ্রদের পানি উপচে পড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ১২০ জনের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

অন্যদিকে, হংকং কর্তৃপক্ষ এই প্রবল ঘুর্ণিঝড়ের কারণে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। শহরে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে, এবং স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, এটি সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ঝড়গুলোর একটি হতে পারে।

হংকংয়ের প্রায় ৭৫ লাখ বাসিন্দা বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কায় প্রস্তুত রয়েছে। যদিও শহরের বিমানবন্দর খোলা রয়েছে, তবে মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ব্যাপক ফ্লাইট বাতিলের কথা জানানো হয়েছে। ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্স ইতোমধ্যে ৫০০টির বেশি ফ্লাইট বাতিল করেছে। হংকং অবজারভেটরি তৃতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করে জানিয়েছে, এর পর অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ হয়ে যাবে।

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশ থেকে প্রায় ৩ লাখ ৭০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ওই অঞ্চলটি এ বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়ের মুখোমুখি হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে চীনের দক্ষিণাঞ্চলীয় শহরে এক মাসের সমপরিমাণ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, যা ভূমিধসের ঝুঁকি বাড়িয়েছে।

এদিকে, সুপার টাইফুন রাগাসা এর আগে ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হানার পর হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। আঞ্চলিক কর্তৃপক্ষ এই পরিস্থিতিকে সম্ভাব্য ‘বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছে।
 

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন