সর্বশেষ

বিনোদন

‘নতুন কুঁড়ি’র অডিশন শুরু বুধবার, চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৮:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শিশু-কিশোরদের মেধা ও প্রতিভা অন্বেষণে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আয়োজনে আবারও শুরু হচ্ছে জনপ্রিয় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’।

আগামীকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে অনুষ্ঠানটির আঞ্চলিক পর্যায়ের অডিশন, যা চলবে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশের ৬৪টি জেলাকে ১৯টি অঞ্চলে ভাগ করে এসব আঞ্চলিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। এখান থেকে ‘ইয়েস কার্ড’ পাওয়া প্রতিযোগিরা অংশ নেবেন বিভাগীয় পর্যায়ের অডিশনে, যা অনুষ্ঠিত হবে ৪ থেকে ১১ অক্টোবর পর্যন্ত।

আঞ্চলিক ও বিভাগীয় পর্যায়ের অডিশন প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে অংশগ্রহণকারীদের অডিশন শেষ না হলে প্রয়োজন অনুযায়ী সময় বাড়ানো হবে। আবেদনকারীদের অডিশনের নির্দিষ্ট তারিখ মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।

প্রতিযোগিতার বিষয় ও বিভাগ
‘নতুন কুঁড়ি’তে এবছর ৯টি বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে:
অভিনয়, আবৃত্তি, গল্প বলা/কৌতুক, সাধারণ নৃত্য/উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান/আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত, এবং হামদ-নাত।

প্রতিযোগিতা দুটি বয়সভিত্তিক শাখায় বিভক্ত:

‘ক’ শাখা: ৬-১১ বছর
‘খ’ শাখা: ১১-১৫ বছর

 

অডিশন স্থান
আঞ্চলিক ও বিভাগীয় অডিশনগুলো দেশের বিভিন্ন শিল্পকলা একাডেমি ও প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে:

ঢাকা কেন্দ্র (ঢাকা-১ ও ঢাকা-২): বিটিভি ভবন, রামপুরা
ঢাকা-৩: ফরিদপুর শিশু একাডেমি
ময়মনসিংহ: ময়মনসিংহ শিল্পকলা একাডেমি
সিলেট: সিলেট শিল্পকলা একাডেমি
চট্টগ্রাম-১: চট্টগ্রাম শিল্পকলা একাডেমি
চট্টগ্রাম-২: রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড
চট্টগ্রাম-৩: কবি নজরুল ইনস্টিটিউট, কুমিল্লা
চট্টগ্রাম-৪: নোয়াখালী শিল্পকলা একাডেমি
খুলনা: খুলনা, যশোর ও কুষ্টিয়া শিল্পকলা একাডেমি
বরিশাল: বরিশাল শিল্পকলা একাডেমি
রংপুর ও রাজশাহী: রংপুর, দিনাজপুর, রাজশাহী ও বগুড়া শিল্পকলা একাডেমি

 

চূড়ান্ত পর্ব বিটিভিতে
বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ প্রতিযোগিরা চূড়ান্ত পর্বে অংশ নেবেন বাংলাদেশ টেলিভিশনের প্রধান কেন্দ্র, ঢাকা রামপুরায়। প্রতিযোগিতা সংক্রান্ত যাবতীয় তথ্য বিটিভিতে স্ক্রল এবং বিটিভির ওয়েবসাইটেও পাওয়া যাবে।

 

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন