ফিলিস্তিন রাষ্ট্র কখনোই গঠিত হবে না: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, জর্ডানের পশ্চিম তীরে ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হতে দেবে না ইসরায়েল।
সম্প্রতি কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের পক্ষ থেকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার প্রতিক্রিয়ায় এই বক্তব্য দেন তিনি।
রোববার (২১ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, “৭ অক্টোবরের ভয়াবহ হামলার পর যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছেন, তারা মূলত সন্ত্রাসবাদের পুরস্কার দিচ্ছেন। আমরা এটা কখনোই হতে দেবো না। জর্ডানের পশ্চিম দিকে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে না।”
তিনি আরও জানান, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাম্প্রতিক প্রচেষ্টার জবাব তিনি যুক্তরাষ্ট্র সফর ও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেবেন।
এসময় নেতানিয়াহু গর্ব করে বলেন, তার নেতৃত্বে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের হার দ্বিগুণ হয়েছে, যা তিনি ইসরায়েলের ‘অর্জন’ হিসেবে উল্লেখ করেন।
এদিকে, নেতানিয়াহুর এই কঠোর অবস্থানের পাশাপাশি ইসরায়েলের অন্যান্য রাজনৈতিক নেতারাও যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পদক্ষেপ নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
১২২ বার পড়া হয়েছে