সর্বশেষ

আন্তর্জাতিক

ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে প্রস্তুত যুক্তরাজ্য

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ ৬:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে এগোচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ রোববার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গত জুলাই মাসেই প্রধানমন্ত্রী স্টারমার বলেছিলেন, সেপ্টেম্বরের মধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। সে ধারাবাহিকতায় আজই এ সিদ্ধান্ত জানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি ও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে অগ্রগতি না ঘটায়, তাহলে লন্ডন তাদের নীতিগত অবস্থান পরিবর্তন করবে এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।

এই অবস্থান বদলের কারণে ইসরায়েলের কড়া প্রতিক্রিয়া এসেছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পদক্ষেপকে “সন্ত্রাসের প্রতি পুরস্কার” বলে মন্তব্য করেছেন। এছাড়া গাজায় জিম্মি থাকা ইসরায়েলি পরিবারগুলো এবং ব্রিটিশ রক্ষণশীল মহল থেকেও সমালোচনা উঠে এসেছে।

সরকারি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী স্টারমার এ অবস্থাকে ‘অসহনীয়’ বলে উল্লেখ করেছেন, বিশেষ করে গাজার দুর্ভিক্ষ ও সহিংসতার প্রেক্ষাপটে।

এদিকে যুক্তরাজ্য ছাড়াও ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল এবং লুক্সেমবার্গ ইতোমধ্যে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন