সর্বশেষ

রাজনীতি

পিআর প্রস্তাব বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির পক্ষে নয় এবং এটি কোনো ভিত্তিহীন দাবি। তিনি বলেন,

দেশের যেকোনো সিদ্ধান্ত জনগণকে ঐক্যবদ্ধভাবে নিতে হবে এবং সমস্যা আলোচনা মাধ্যমে সমাধান করা সম্ভব।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, বিএনপি কখনো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়। পাশাপাশি, আলোচনা ছাড়া রাস্তায় অবৈধ কর্মসূচি দিয়ে চাপ সৃষ্টি করা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর।

মির্জা ফখরুল উল্লেখ করেন, জাতিসংঘের সাধারণ পরিষদে দেশের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে। এ আসরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চারজন রাজনীতিবিদ অংশ নিচ্ছেন, যার মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল নিজেও।

এদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণ উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে রাজনীতির দলগুলো, তাই তাদেরকেই অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে সরকারপ্রধানের প্রতিনিধিদলে শুধুমাত্র মন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতারা জাতিসংঘে যেতেন, এবার প্রথমবার ক্ষমতাসীন নয় এমন রাজনৈতিক দলগুলোর নেতারা অংশ নিচ্ছেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন