সর্বশেষ

জাতীয়

পাকিস্তানের সঙ্গে ‘স্বাভাবিক সম্পর্ক’ চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ১১:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক উন্নয়নের আগ্রহ প্রকাশ করেছে বর্তমান সরকার।

অতীতে দ্বিপাক্ষিক সম্পর্ক ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে, সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি।

সংবাদ সম্মেলনে তৌহিদ হোসেন বলেন, “পাকিস্তান দক্ষিণ এশিয়ায় আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমাদের সম্পর্ক ঐতিহাসিক ও বহুমাত্রিক। আজকের বৈঠকে আমরা উভয়পক্ষ ভবিষ্যতের জন্য সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছি।”

তিনি বলেন, বর্তমান সরকার চায়, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক হোক স্বাভাবিক, ঠিক যেমনটি অন্যান্য বন্ধুপ্রতিম দেশের সঙ্গে রয়েছে। তিনি আরও যোগ করেন, “ব্যবসা-বাণিজ্যসহ সব বিষয়ে আলাপ-আলোচনার মাধ্যমে সম্পর্ককে এগিয়ে নিতে হবে। আমরা পারস্পরিক সম্মান, সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতেই এগোতে চাই।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ঢাকায় পাকিস্তানি কূটনীতিকদের সফর এবং বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মাত্রা পাওয়ার ইঙ্গিত মিলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন