রাজনীতি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কর্মীসভা করেছে স্থানীয় বিএনপি। শনিবার সকালে উপজেলার রঘুনাথপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
হরিণাকুন্ডুতে নির্বাচনী প্রস্তুতিতে বিএনপির কর্মীসভা

এইচ এম ইমরান, ঝিনাইদহ
শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ৭:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কর্মীসভা করেছে স্থানীয় বিএনপি। শনিবার সকালে উপজেলার রঘুনাথপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান, থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রবিউল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হলে দলীয় সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে হবে। তারা মনে করেন, জনগণ বিএনপির প্রতি আস্থাশীল, আর সংগঠনের শক্তিশালী উপস্থিতি থাকলে বিজয় সম্ভব।
সভায় দলীয় নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে বলা হয়, ঐক্যবদ্ধ ও পরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমেই পরিবর্তন সম্ভব।
১৬৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর