পঞ্চগড় সীমান্তে ১৭ জনকে পুশ ইন করলো বিএসএফ

বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ ১০:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পঞ্চগড়ের দুটি সীমান্তপথ ব্যবহার করে ১৭ বাংলাদেশিকে পুশ ইন করেছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বাঙ্গালপাড়া এবং তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।
বিজিবির তথ্য অনুযায়ী, পুশ ইন হওয়া ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা—যশোর, নওগাঁ, সিলেট, খাগড়াছড়ি, বরিশাল, কক্সবাজার, গোপালগঞ্জ এবং নরসিংদী থেকে এসেছেন।
সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের আটক করে আইনানুগ প্রক্রিয়ায় স্থানীয় থানায় হস্তান্তর করেন। পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয় ১০ জনকে এবং তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয় ৭ জনকে।
৫৬ বিজিবি ব্যাটালিয়নের ঘাগড়া বিওপি থেকে পাঠানো টহল দল বাঙ্গালপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫৫-এর ২ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে প্রবেশকারী ১০ জনকে আটক করে। অপরদিকে ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনে ভজনপুর সীমান্তের পিলার ৭৩৯/২০-আর দিয়ে প্রবেশ করা ৭ জনকে আটক করা হয়।
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহিল জামান বলেন, “বিজিবি পুশ ইন হওয়া ব্যক্তিদের থানায় জিডি মূলে হস্তান্তর করেছে। তাদের পরিচয় যাচাই চলছে।”
৫৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদ ও ১৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিএসএফের এমন আচরণ সীমান্ত শৃঙ্খলার পরিপন্থী। আমরা নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।”
১২২ বার পড়া হয়েছে