সর্বশেষ

আন্তর্জাতিক

ইসরায়েল যুদ্ধের পর প্রথমবার প্রকাশ্যে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৪:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েল-ইরান ১২ দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি।

শনিবার (৫ জুলাই) তেহরানের নিজ বাসভবনের পাশে একটি মসজিদে আশুরার শোকানুষ্ঠানে অংশ নেন তিনি। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরা খামেনেয়ি ভক্তদের অভিবাদন জানিয়ে মসজিদে প্রবেশ করেন, আর উপস্থিত জনতা দাঁড়িয়ে স্লোগান দেন।

যুদ্ধ চলাকালে খামেনেয়ি জনসমক্ষে ছিলেন না। নিরাপত্তার কারণে তিনি পুরো সময়টি একটি বাঙ্কারে কাটান বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। যুদ্ধের সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় নজিরবিহীন হামলা চালায়। এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন এবং পারমাণবিক স্থাপনার ব্যাপক ক্ষতি হয়। ইরান জানিয়েছে, এই যুদ্ধে তাদের ৯০০-এর বেশি মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে।

খামেনেয়ির অনুপস্থিতি নিয়ে ইরানের অভ্যন্তরে নানা গুঞ্জন ও উদ্বেগ ছিল। তাঁর এই উপস্থিতি অনেকের কাছে রাজনৈতিক শক্তি প্রদর্শনের বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। অনুষ্ঠানে ইরানের সংসদ স্পিকারসহ শীর্ষ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে, তিনি কোনো বক্তব্য দেননি।

যুদ্ধ শেষে খামেনেয়ি এক ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘জয়ের দাবি’ করেন এবং বলেন, “এই সংঘাত আমাদের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে নয়, বরং ইরানের আত্মসমর্পণ নিয়ে।” তিনি যুক্তরাষ্ট্রের শর্ত প্রত্যাখ্যান করেন এবং বলেন, “এটা কখনোই হবে না”।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন