সর্বশেষ

আন্তর্জাতিক

টরন্টো প্রাইড প্যারেডে নগ্নতা নিয়ে তীব্র বিতর্ক

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ ৬:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টরন্টো শহরের প্রাণকেন্দ্রে ২৯ জুন ২০২৫, রবিবার অনুষ্ঠিত হয়েছে বার্ষিক প্রাইড প্যারেড, যেখানে এবছর নগ্ন অংশগ্রহণকারীদের উপস্থিতি নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত চলা এই প্যারেডে হাজার হাজার মানুষ অংশ নেন। প্যারেডে অংশগ্রহণকারীদের একটি অংশ সম্পূর্ণ নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটেন এবং “Nudity is not a sin”, “Normalize nudity” ইত্যাদি বার্তা সংবলিত প্ল্যাকার্ড বহন করেন। জনসমক্ষে নগ্নতা এবং শিশুদের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। প্যারেডের ছবি ও ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা বিতর্ককে আরও উসকে দেয়।

কানাডার ফৌজদারি আইন অনুযায়ী, জনসমক্ষে নগ্নতা দণ্ডনীয় অপরাধ হলেও, এই আইনের প্রয়োগের জন্য বিশেষ অনুমতি প্রয়োজন এবং বাস্তবে খুব কমই তা কার্যকর হয়। টরন্টো পুলিশ জানিয়েছে, জনস্বার্থের কথা বিবেচনা করে এবারের প্যারেডে নগ্নতার জন্য কাউকে গ্রেফতার করা হয়নি। তাদের মতে, কঠোর পদক্ষেপ পরিস্থিতি আরও জটিল করতে পারে। অনেক নাগরিক মনে করেন, শিশুদের সামনে নগ্নতা অনুচিত এবং জনসমক্ষে নগ্নতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্যদিকে, কেউ কেউ বলছেন, প্রাইড প্যারেডে ব্যক্তিগত স্বাধীনতা ও বৈচিত্র্য উদযাপনই মুখ্য, তাই নগ্নতাকে আলাদাভাবে দেখা উচিত নয়। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে শিশুদের উপস্থিতি এবং জনসমক্ষে নগ্নতার সামাজিক ও নৈতিক দিক।

প্রশাসন ও পুলিশ এখনো বিষয়টি নিয়ে সরাসরি কোনো পদক্ষেপ নেয়নি, তবে জনমত ও আইনি দিক বিবেচনায় ভবিষ্যতে পরিবর্তন আসতে পারে। টরন্টো প্রাইড প্যারেডে নগ্নতা নিয়ে বিতর্ক নতুন নয়, তবে এবারের ঘটনায় শিশুদের উপস্থিতি ও আইনি জটিলতা নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে। প্রশাসন ও পুলিশ বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং জনমতের ভিত্তিতে ভবিষ্যতে পদক্ষেপ নেওয়া হতে পারে।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন