সর্বশেষ

জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ: নির্বাচনী প্রস্তুতির কথা জানালেন সিইসি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ১০:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর সাম্প্রতিক সাক্ষাৎ ছিল একান্ত সৌজন্যমূলক। এটি কোনও আনুষ্ঠানিক বৈঠক ছিল না বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, “২৬ জুন প্রধান উপদেষ্টার সঙ্গে আমার সাক্ষাৎ হয়। এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। যখন দলীয় সরকার থাকে, তখন সরকারপ্রধানের সঙ্গে সিইসির সাক্ষাৎ হয় না। তবে এখন যেহেতু উভয়েই নিরপেক্ষ অবস্থানে রয়েছি, তাই এই সাক্ষাৎ হয়েছে।”

সাক্ষাতে নির্বাচনী প্রসঙ্গ উঠেছিল উল্লেখ করে সিইসি বলেন, “নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবেই আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন আমরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কতটা প্রস্তুত। আমি তাঁকে জানিয়েছি, নির্বাচন কমিশন পূর্ণ প্রস্তুতির অবস্থানে রয়েছে।”

তিনি আরও জানান, নির্বাচন কমিশন সময়মতো জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবে। এই বিষয়ে সবাইকে ইসির আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করার আহ্বান জানান তিনি।

এ এম এম নাসির উদ্দীন বলেন, “গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন—দু’পক্ষই আন্তরিক। এ নিয়ে কোনও প্রশ্ন থাকা উচিত নয়।”

বর্তমানে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন