চন্দনাইশে দেশীয় অস্ত্রসহ জুবায়ের আরেফিন গ্রেফতার

রবিবার, ২৫ মে, ২০২৫ ৭:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার হয়েছেন জুবায়ের আরেফিন নামে এক যুবক।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার হয়েছেন জুবায়ের আরেফিন নামে এক যুবক। তার বিরুদ্ধে মাদক ও ধর্ষণচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৫ মে) ভোররাতে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নগর পাড়া এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র। অভিযানে অংশ নেয় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিশেষ দল।
গ্রেফতারকৃত জুবায়ের আরেফিন ওই এলাকার মো. জাফরের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। মাদক কারবার, ভয়ভীতি প্রদর্শন, এমনকি ধর্ষণচেষ্টার অভিযোগেও তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা যায়।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, “গ্রেফতারের পর জুবায়ের আরেফিনকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হবে। একই সঙ্গে পুরোনো মামলাগুলোর তদন্তও পুনরায় সক্রিয় করা হবে।”
ওসি আরও জানান, মামলার প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। এলাকায় তার বিরুদ্ধে স্থানীয়দের বহু অভিযোগ রয়েছে এবং তার গ্রেফতারের ফলে এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেছে।
উল্লেখ্য, চন্দনাইশসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন ধারাবাহিক অভিযানে অপরাধ দমনে আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ।
১১৯ বার পড়া হয়েছে