আন্তর্জাতিক

লাহোরে পরপর বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ ৪:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোর শহরের ওয়াল্টন রোডের আশপাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

জিও নিউজ ও সামা টিভির খবরে বলা হয়েছে, বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা কমপক্ষে দুই থেকে তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা নিরাপত্তার খোঁজে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং বেসামরিক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। বিস্ফোরণের ধরণ ও উৎস যাচাইয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীদের ধারণকৃত ভিডিওতে বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

উল্লেখ্য, ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা ঘটল। মঙ্গলবার রাতে ভারত, পাকিস্তানের অন্তত ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে।

২২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন