সর্বশেষ

জাতীয়বিএনপির বিরুদ্ধে স্বৈরাচারী ভাষা ব্যবহারের অভিযোগ তারেক রহমানের
আমাদের বিজয় হলে সর্বপ্রথম চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান: ডা.শফিকুর
প্রবাসীদের পোস্টাল ভোটে অংশগ্রহণ, ভোট দিয়েছেন সাড়ে চার লাখের বেশি
সারাদেশআশুলিয়ায় গ্যাস লিকেজে বাসায় আগুন, ছাত্রদল নেতাসহ দগ্ধ ৪
ফ্যামিলি কার্ডের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : কুমিল্লায় আসিফ
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যে মার্কিন রণতরি মোতায়েন: ইরানে সম্ভাব্য হামলা ঘিরে উত্তেজনা
ইরানের ইসলামিক সরকার দুর্বল অবস্থায়: মার্কিন গোয়েন্দারা
খেলাঅনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টানা জয়ের খোঁজে ব্যর্থ বাংলাদেশ, ইংল্যান্ডের কাছে বড় হার
ইয়ামালের দুর্দান্ত গোল, আবার শীর্ষে বার্সা
আন্তর্জাতিক

মুর্শিদাবাদে ওয়াকফ আইন ঘিরে সহিংসতা, নিহত ৩, গ্রেফতার ১১৮

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ৬:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ: কেন্দ্রীয় ওয়াকফ আইন ঘিরে ছড়িয়ে পড়া সহিংসতায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ১১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সহিংসতার আঁচ লেগেছে জেলার শমসেরগঞ্জ ও ধুলিয়ান এলাকাতেও।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। শমসেরগঞ্জ থেকে সুতির সাজুর মোড় পর্যন্ত জাতীয় সড়ক ১২ অবরোধ করেন বিক্ষোভকারীরা। তাঁরা রাস্তায় আগুন ধরিয়ে, পাথর ছুঁড়ে এবং একাধিক পুলিশ ভ্যান ও বাসে অগ্নিসংযোগ করেন। ঘটনায় আহত হন কমপক্ষে ১০ জন পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করে।

সহিংসতা এমন চরমে পৌঁছায় যে, কিছু পুলিশ সদস্যকে প্রাণ বাঁচাতে স্থানীয় এক মসজিদে আশ্রয় নিতে হয়। পরে পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী বিএসএফ-এর সহায়তা চাওয়া হয়।

শনিবার সহিংসতা ছড়িয়ে পড়ে ধুলিয়ান এলাকায়, যেখানে গুলিবিদ্ধ হন এক ব্যক্তি। পুলিশ জানায়, এলাকায় এখনও টান টান উত্তেজনা বিরাজ করছে।

এদিকে রাজ্যজুড়ে ছড়িয়ে পড়া অস্থিরতার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এক্স (পূর্বতন টুইটার)-এ দেওয়া পোস্টে জানান, "এই আইন রাজ্য সরকার বানায়নি, এটি কেন্দ্রীয় সরকারের। তাই এর জবাব দেবে দিল্লি। আমরা স্পষ্ট জানিয়েছি, এই আইন রাজ্যে কার্যকর হবে না। তাহলে দাঙ্গার প্রশ্নই ওঠে না।"

অন্যদিকে, গোটা ঘটনার জন্য রাজ্য সরকারের ‘ব্যর্থতা’কে দায়ী করেছে বিজেপি। পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশের এই ধরনের তাণ্ডব পাঁচ মিনিটে বন্ধ হয়ে যাবে।” তিনি অভিযোগ করেন, তৃণমূল সরকারের তোষণনীতির ফলেই প্রশাসন সময়মতো কঠোর পদক্ষেপ নিতে পারছে না।

জেলায় উত্তেজনা এখনও পুরোপুরি থামেনি। প্রশাসন কড়া নজরদারির মধ্যে রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

৪২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন