সর্বশেষ

জাতীয়নির্বাচনে জনগণের রায় মেনেই কাজ করবে ওয়াশিংটন: মার্কিন রাষ্ট্রদূত
বিএনপির বিরুদ্ধে স্বৈরাচারী ভাষা ব্যবহারের অভিযোগ তারেক রহমানের
সারাদেশশেরপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত অন্তত ৩০
বিএনপির ভূমিধস জয় হবে ১২ ফেব্রুয়ারি : সালাহউদ্দিন আহমদ
ভোটাধিকার ফিরে পেতে মানুষ জেগে উঠেছে : দুলু
গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, তদন্ত শুরু
ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ
কুমিল্লায় জামায়াত আমিরের জনসভা ৩০ জানুয়ারি, ব্যাপক প্রস্তুতি
বাসু হত্যা মামলা: মৃত্যুদণ্ড ৫, আমৃত্যু কারাদণ্ড ৪, যাবজ্জীবন ১১ জনের
কক্সবাজারে পাহাড়ি এলাকায় ৬ কৃষক অপহরণ
বস্তাপঁচা রাজনীতি করতে চাই না : গোপালগঞ্জে ডা. শফিকুর
গোবিপ্রবিতে ‘মুলা’ ঝুলিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতীকী প্রতিবাদ
আন্তর্জাতিকপুনেতে বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার
মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরি মোতায়েন: ইরানে সম্ভাব্য হামলা ঘিরে উত্তেজনা
ইরানের ইসলামিক সরকার দুর্বল অবস্থায়: মার্কিন গোয়েন্দারা
খেলাঅনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টানা জয়ের খোঁজে ব্যর্থ বাংলাদেশ, ইংল্যান্ডের কাছে বড় হার
ইয়ামালের দুর্দান্ত গোল, আবার শীর্ষে বার্সা
সারাদেশ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জে বিজিবির বাড়তি নিরাপত্তা ও পূর্ণ প্রস্তুতি

জা‌কির হো‌সেন, সুনামগঞ্জ
জা‌কির হো‌সেন, সুনামগঞ্জ

বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে সুনামগঞ্জের সীমান্তবর্তী ও হাওরাঞ্চলে বিজিবির বাড়তি নজরদারি বাড়ানো হয়েছে।

নির্বাচনের ভোটগ্রহণকে কেন্দ্র করে কোনো প্রকার অরাজকতা, সীমান্ত দিয়ে অস্ত্র বা মাদক প্রবেশ করতে না পারে, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ তথ্য জানান ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল জাকারিয়া কাদির।

আজ বেলা ১২টায় সুনামগঞ্জ বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে লে. কর্নেল জাকারিয়া কাদির বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেক্টর সদর দপ্তর, সিলেটের অন্যান্য ব্যাটালিয়নের মতো সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) তার অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে পরিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বিজিবি কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। এ বাহিনী রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।

ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন; এ লক্ষ্য সামনে রেখে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রেরণামূলক ও উদ্বুদ্ধকরণমূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, যাতে ভোটারদের অংশগ্রহণ আরও উৎসাহিত হয়।

নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জ জেলার ৯০ কিলোমিটার সীমান্ত এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে এবং গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবে। সুনামগঞ্জ ব্যাটালিয়ন কর্তৃক জেলার ৫টি আসনের মধ্যে ৪টি আসনে ১০টি উপজেলায় দায়িত্ব পালন করা হবে। এর মধ্যে সীমান্তবর্তী ৩টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী আরও ১টি উপজেলা এবং অন্যান্য ৬টি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। জেলার ১০টি উপজেলায় সর্বমোট ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা উপজেলা ভিত্তিক বেইজ ক্যাম্পে অবস্থান করে দায়িত্ব পালন করবে। সুনামগঞ্জ ব্যাটালিয়ন থেকে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রতিটি সদস্যকে ইতোমধ্যে রায়োট কন্ট্রোল প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

লে. কর্নেল জাকারিয়া কাদির আরও বলেন, সুনামগঞ্জ জেলাটি মূলত হাওর বেষ্টিত ও দুর্গম এলাকা। যা নির্বাচনী দায়িত্বকে অনেক বেশি চ্যালেঞ্জিং করে তুলেছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিরাপদ রাখতে জেলার সড়ক ও নৌপথে দায়িত্ব পালন করবে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করা হবে।

উপজেলা ভেদে প্রতিটি উপজেলায় ২-৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ড্রোনের মাধ্যমে নির্বাচনী এলাকায় সার্ভেইল্যান্স ব্যবস্থা চালু করা হবে এবং এ কাজে দক্ষ জনবল প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে পরিস্থিতি মোকাবেলায় বিজিবিতে নতুনভাবে সংযোজিত নন-লেথাল বা অ-প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ ও প্রস্তুতি রয়েছে। নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজিবির কুইক রেস্পন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে।

২০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন