দৌলতপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ২:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা–২০২৬ শুরু হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে উপজেলা কৃষি অফিস চত্বরে এ মেলা শুরু হয়, যা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আলমগীর বিশ্বাস, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষিবিদ রবিউল ইসলাম, প্রকল্প পরিচালক, টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প, যশোর অঞ্চল এবং দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহানা পারভীন। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়ার উপ-পরিচালক কৃষিবিদ ড. শওকত হোসেন ভূঁইয়া।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দৌলতপুরের আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় মোট ১৭টি স্টলে আধুনিক কৃষি প্রযুক্তির প্রদর্শনী করা হচ্ছে। মেলায় উন্নত জাতের ফল ও সবজি, আধুনিক কৃষিযন্ত্র, উন্নত চাষাবাদ পদ্ধতি এবং টেকসই কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হচ্ছে।
আয়োজকরা জানান, কৃষকদের মধ্যে আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলাই এই মেলার প্রধান উদ্দেশ্য। মেলাটি প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
১৯৫ বার পড়া হয়েছে