পক্ষপাতিত্ব প্রমাণিত হলে পরিণতি খুব খারাপ হবে : ইসি সানাউল্লাহ
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৯:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নির্বাচনে ভোটগ্রহণ সংক্রান্ত কোনো পক্ষপাতিত্ব বরদাস্ত করা হবে না বলে সতর্কবার্তা দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
দুপুরে ফেনী জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'নিরপেক্ষতার ক্ষেত্রে আমরা সামান্যতম বিচ্যুতি ও মেনে নেব না। অতীতের যে প্রতিষ্ঠানগুলো ভাবমূর্তি সংকটে পড়েছে, তার মূল কারণ ছিল স্বচ্ছতা ও নিরপেক্ষতার অভাব।'
তিনি আরও বলেন, 'নির্বাচন কমিশন বা সরকারের পক্ষ থেকে কখনোই পক্ষপাতমূলক নির্দেশনা দেওয়া হবে না। তবুও কেউ নিজের পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারলে এবং পক্ষপাতিত্ব প্রমাণিত হলে পরিণতি খুবই কঠোর হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন দৃঢ় অবস্থানে থাকবে।'
সভায় জেলা রিটার্নিং কর্মকর্তা মনির হকের সভাপতিত্বে পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম, ফেনীর ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: মোশারফ হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল ও ভিজিলেন্স টিমের সদস্য এবং বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১২০ বার পড়া হয়েছে