লক্ষ্মীপুরে নিখোঁজের ৮ দিন পর হাত-পা বাঁধা লাশ উদ্ধার
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউপির চন্দ্রপ্রভাবাঘ গ্রামে নিখোঁজ কলেজছাত্র ফজলে রাব্বি (২১) এর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে প্রবাসী শাহআলম কিরনের বাড়ির টয়লেট ট্যাংকির ভিতর থেকে তার লাশ পাওয়া যায়।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। রাব্বি বাবু হাজিরপাড়া ইউপির পূর্ব আলাদাদপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে এবং চন্দ্রগঞ্জ কফিল ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ নিহতের ঘটনায় জড়িত থাকার সন্দেহে সাহেদ নামে একজনকে ঢাকা থেকে আটক করেছে। তবে নিহতের ব্যবহৃত মোটরসাইকেল এখনও উদ্ধার করা যায়নি।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, রাব্বি ১৬ জানুয়ারী সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল। পরিবার ও পুলিশ নানা প্রচেষ্টা চালিয়ে তাকে খুঁজে পায়নি। অবশেষে ৮ দিন পর স্থানীয়দের সহায়তায় তার লাশ ট্যাংকিতে পাওয়া যায়।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন রায়হান কাজেমি জানান, এই হত্যার ঘটনায় মামলা প্রস্তুত করা হচ্ছে। এছাড়া মোটরসাইকেল উদ্ধার এবং অন্যান্য জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে।
১৯৬ বার পড়া হয়েছে