সরিষাবাড়ীতে আন্তঃনগর ট্রেন আটকে রেলওয়ে সংস্কার কমিটির মানববন্ধন
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৩:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের সরিষাবাড়ীতে বন্ধ ট্রেন চালু এবং আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পুনর্নির্ধারণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে রেলওয়ে সংস্কার কমিটি। কর্মসূচির অংশ হিসেবে প্রায় আধা ঘণ্টা আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেন আটকে রাখা হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে সরিষাবাড়ী-ময়মনসিংহ-ঢাকা রেলরুটে যমুনা, অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেস—এই তিনটি আন্তঃনগর ট্রেন চলাচল করছে। এর মধ্যে অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেস দীর্ঘদিন ধরে যাত্রী ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দুটি ট্রেন স্বল্প সময়ের ব্যবধানে চলাচল করায় যাত্রী স্বল্পতা দেখা দেয় এবং এতে রেল কর্তৃপক্ষকেও লোকসান গুনতে হচ্ছে।
বক্তারা আরও জানান, ঢাকা থেকে ছেড়ে ট্রেনটি তারাকান্দি পৌঁছাতে বিকেল হয়ে যায় এবং ঢাকামুখী যাত্রায় গভীর রাত পর্যন্ত সময় লাগে। এতে যাত্রীদের ছিনতাইসহ নানা নিরাপত্তা ঝুঁকিতে পড়তে হচ্ছে।
তারা দাবি করেন, অগ্নিবীণা বা জামালপুর এক্সপ্রেস—যেকোনো একটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করে ঢাকা থেকে রাতের বেলা এবং জামালপুর থেকে ভোরে ছাড়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি জামালপুর এক্সপ্রেসকে আগের রুটে ফিরিয়ে যমুনা সেতু (পূর্ব) দিয়ে চলাচল, বন্ধ থাকা ধলেশ্বরী ট্রেন পুনরায় চালু এবং সেটিকে যমুনা সেতু (পশ্চিম) স্টেশন পর্যন্ত সম্প্রসারণের দাবি জানান। এসব দাবি বাস্তবায়ন হলে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ আরও সহজ হবে বলে তারা মনে করেন।
দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সরিষাবাড়ী রেলওয়ে সংস্কার কমিটির আহ্বায়ক কবি ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, সদস্য সচিব সোহানুর রহমান সোহানসহ রিফাতুজ্জামান রিফাত, ফরিদ সরকার ও নূর সরকার প্রমুখ।
১০৬ বার পড়া হয়েছে