সাতক্ষীরা-১ আসনে বিএনপি প্রার্থীর জনসভা, গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিশ্রুতি
বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ ১:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ধানের শীষ প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে ব্যাপক জনসভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ফুলবাড়ী হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন ১নং ধানদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলম সরদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, 'আপনাদের মাঝে এসে ভোট চাওয়া আমার জন্য এক স্বপ্নসাধ্য মুহূর্ত। আমি দীর্ঘ সময় জগৎ দলের পাথরের বাধার মধ্যে আটকে ছিলাম। যশোর, ঝিনাইদা ও কুষ্টিয়ার কেন্দ্রীয় কারাগারে ফাঁসির সেলে থেকেও আজ আপনারা আমার পাশে রয়েছেন। আল্লাহর রহমতে আবার মনোনয়ন পেয়েছি এবং ষষ্ঠবার প্রার্থিতা করছি। তাই আপনারা আমার জন্য দোয়া করবেন।'
হাবিব আরও বলেন, 'জনগণ এখন তাদের ভোটাধিকার ফিরে পেতে মুখিয়ে আছে। ধানের শীষ শান্তি ও উন্নয়নের প্রতীক। ইনশাআল্লাহ, নির্বাচনে তালা ও কলারোয়ার মানুষ ব্যালটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করবে।'
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১ নং ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, 'ধানদিয়া ইউনিয়ন বিএনপির দৃঢ় দুশমন নেই। আমরা ঐক্যবদ্ধ এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করে হাবিবুল ইসলাম হাবিবকে বিপুল ভোটে বিজয়ী করতে প্রস্তুত।'
সভায় ধানদিয়া ইউনিয়ন বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জনসভার সঞ্চালনা করেন ০১নং ধানদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোহাম্মেল হোসেন।
১২৭ বার পড়া হয়েছে