গণভোটের পক্ষে প্রচারে মাঠে নামল ‘ভোটের রিকশা’
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ৭:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশব্যাপী গণভোটের পক্ষে জনসচেতনতা বাড়াতে ‘ভোটের রিকশা’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে সাভারের রেডিও কলোনি স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করতে সারাদেশে এই প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে। পরিকল্পনা অনুযায়ী, দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে রিকশা ব্যবহার করে মাইকিংয়ের মাধ্যমে গণভোটের পক্ষে প্রচারণা চালানো হবে।
তিনি আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিনে ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারেন, সে বিষয়েও সচেতনতা সৃষ্টি করবে এসব ভোটের রিকশা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তর এই কার্যক্রম বাস্তবায়ন করছে। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বেতারের মহাপরিচালক, আমন্ত্রিত অতিথি এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
১১৫ বার পড়া হয়েছে