সাহিত্য
কৃপণতা মায়াতে, মৃত্যু ক্ষুধা রক্তে
বিচারের অপেক্ষায়
লাকি জাদু
সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ ২:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
কৃপণতা মায়াতে, মৃত্যু ক্ষুধা রক্তে
এ জগত পাষাণ প্রাচীর,
মানুষ নামে ছায়া চলে
হৃদয়হীন, বিবেকহীন, নিথর নীড়।
কান্নায় ভাসে শহরের বুক,
ন্যায়ের নামে দর কষাকষি—
বাঁচে লজ্জা, লুকিয়ে মুখ,
সত্য আজ নির্বাসিত,গলে ফাঁসি।
নীরব ভূমিকায় বিচার,
সমস্তটা আজ স্থবির
শিরদাঁড়া বিকোয় যারা,
তারাই সভ্য! হারিয়ে যায় বীর।
রক্তে লেখা প্রশ্ন থাকে রাজপথে
হবে কি বিচার- সত্য তদন্তে?
দিন যায়, সময় ফুরায়
বিচারের অপেক্ষায়।
১০৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন