কলমাকান্দায় ইউপি চেয়ারম্যান-ইউএনও’র মধ্যে বাকবিতণ্ডা: চেয়ারম্যান বরখাস্ত
রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ২:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনার সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের মধ্যে বাকবিতণ্ডা ঘটেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে লেঙ্গুরা বাজার এলাকায় সাইদুর রহমানের ভাই পারভেজ মিয়া সরকারি জমিতে ঘর নির্মাণ করছিলেন। খবর পেয়ে ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করতে আসেন। এসময় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ইউএনওকে শাসিয়ে বলেন, “আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, আমার ইউনিয়নে মোবাইলকোর্ট করতে হলে আমাকে জানাতে হবে।” ইউএনও প্রশ্ন করলে, চেয়ারম্যান উল্লেখ করেন এটি ইউনিয়ন পরিষদ আইনে উল্লেখ আছে।
ঘটনার পর জেলা প্রশাসন চেয়ারম্যানকে তার দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করেছে। নেত্রকোনা জেলা প্রশাসক সাইফুর রহমান রবিবার (১৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যানকে পাশাপাশি কারন দর্শানোর নোটিশও দেওয়া হবে।
উল্লেখ্য, ঘটনার সময় উভয় পক্ষের মধ্যে কথার উত্তেজনা দেখা দিয়েছে, যা স্থানীয়ভাবে তুমুল আলোচনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
২৩০ বার পড়া হয়েছে