গোবিন্দগঞ্জে ছাত্রদলের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ২:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকারের ব্যক্তিগত সহায়তায় দুই শতাধিক হতদরিদ্র মানুষকে কম্বল প্রদান করা হয়।
রবিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টায় পন্ডিতপুর এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপমারা ইউনিয়ন বিএনপির আহবায়ক সরোয়ার হোসেন মন্ডল।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জিয়া পরিষদের সহসভাপতি অধ্যাপক মতিয়ার রহমান। এছাড়া উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম তরু ও মাজিদুল ইসলাম, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মজিদ, শিবপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজা মন্ডলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতা ও কর্মীরা।
উপজেলা ছাত্রদলের সভাপতি আসিফ সরকার ও সাধারণ সম্পাদক রাসেল মিয়া সহ স্থানীয় ছাত্রদলও অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে এলাকার দরিদ্র ও শীতার্ত মানুষদের সহায়তা করা হয়েছে।
২৩১ বার পড়া হয়েছে