আখাউড়া স্থলবন্দর উন্নয়ন: চলতি বছরে অবকাঠামো সম্প্রসারণ শেষের আশা
রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ১:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরকে আরও কার্যকর ও সক্ষম করতে সরকারের চলমান উন্নয়ন প্রকল্পের কাজ চলতি বছরের মধ্যে শেষ হওয়ার আশা প্রকাশ করেছেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য এম. এ. আকমল হোসেন আজাদ।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে আখাউড়া স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'অবকাঠামো বৃদ্ধি করলেই স্বয়ংক্রিয়ভাবে আমদানি-রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পাবে এমনটি নয়। এর জন্য প্রতিবেশী দেশ এবং সরকারের নীতি-নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে আমরা প্রস্তুত আছি বন্দরের সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য।'
তিনি আরও বলেন, 'আমরা ভবিষ্যতের জন্যও পরিকল্পনা করছি। আগামী ৩০ বছর পর এখানে কী হবে, তা চিন্তা করে আমরা পর্যায়ক্রমে অব্যবহৃত জায়গায় অবকাঠামো নির্মাণ করে সক্ষমতা বৃদ্ধি করার প্রস্তাব রেখেছি। বর্তমানে যেভাবে মালামাল পাঠানো হচ্ছে, ভবিষ্যতে আমদানি কার্যক্রমও নির্বিঘ্নে চালানো সম্ভব হবে।'
অবকাঠামো উন্নয়নের কাজের বিষয়ে তিনি জানান, 'যেসব প্রকল্প অসমাপ্ত বা শুরু হয়নি, সেগুলো যাতে দ্রুত শুরু হয় সেটিই আমাদের লক্ষ্য। চলতি বছরে কাজ শেষ না হলে ঠিকাদারকে জুলাইয়ের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এরপর আমরা সামনের পরিকল্পনা অনুযায়ী এক বছরের মধ্যে কাজ সম্পন্ন করার চেষ্টা করব।'
পরিদর্শনের সময় আকমল হোসেন আজাদের সঙ্গে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া, আখাউড়া স্থলবন্দরের উপ-পরিচালক রাশেদুল সজীব নাজির, সহকারী পরিচালক মেহেদী হাসান এবং আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। এর আগে স্থলবন্দরের সম্মেলন কক্ষে সংশ্লিষ্টদের সঙ্গে বন্দরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বৈঠক করেন পরিকল্পনা কমিশনের সদস্য।
২৫৫ বার পড়া হয়েছে