সারাদেশ
মাদারীপুরের মস্তফাপুর টেক্সটাইল মিল এলাকায় ঢাকার দিকে যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইক সংঘর্ষে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
মাদারীপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৬, আহত অন্তত ১৫
নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর
রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ১:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
মাদারীপুরের মস্তফাপুর টেক্সটাইল মিল এলাকায় ঢাকার দিকে যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইক সংঘর্ষে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে মাদারীপুর থেকে ঢাকা যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস বিপরীতমুখী বাসকে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী ইজিবাইককে ধাক্কা দেয়। ধাক্কার কারণে নিয়ন্ত্রণ হারানো ইজিবাইকটি সড়কের পাশে খাদে পড়ে যায় এবং বাসের চাপায় ছয়জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানোর জন্য এ্যাম্বুলেন্স এবং উদ্ধারকাজে অংশ নেন। মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানিয়েছেন, ইতিমধ্যেই ছয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
সড়কে যান চলাচল স্বাভাবিক করতে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা কাজ করছেন।
১৯৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন