সারাদেশ
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দসহ শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় র্যালি ও সমাবেশ করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন।
১২ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ইমারত নির্মাণ শ্রমিকদের র্যালি-সমাবেশ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ১২:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দসহ শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় র্যালি ও সমাবেশ করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন।
রোববার দুপুরে গোমস্তাপুর উপজেলার রহনপুরে একটি র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাগদুয়ারপাড়া এলাকায় অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি সাইদ আলী, সহ-সভাপতি আক্তারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল কাদের। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে তাদের ঘোষিত ১২ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা জরুরি। এ জন্য আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের পাশাপাশি কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
১৬২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন