হিলিতে শীতার্তদের পাশে সীমান্ত ব্যাংক, ২শ' জনের মাঝে কম্বল বিতরণ
রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ১২:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুরের হিলি উপজেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সীমান্ত ব্যাংক পিএলসি।
রোববার (১৮ জানুয়ারি) দুপুর ১টায় সীমান্ত ব্যাংক হিলি শাখার উদ্যোগে বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ২০০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার মোঃ ফয়সাল আজম খাঁন। এসময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী, সহকারী পরিচালক ইমরান হাসান, সীমান্ত ব্যাংক হিলি শাখার ব্যবস্থাপক আদনান জাকারিয়া অমিত, বিজিবি হিলি সিপি কোম্পানি কমান্ডার সুবেদার অমরেশ বালা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেক্টর কমান্ডার মোঃ ফয়সাল আজম খাঁন বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সীমান্ত ব্যাংকের এই মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সীমান্ত ব্যাংকের মতো অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো যদি এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসে, তাহলে শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।
এ ধরনের উদ্যোগে উপকৃত শীতার্তরা সীমান্ত ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২৪৯ বার পড়া হয়েছে