ইয়ানুর হত্যা মামলার প্রধান আসামি গোলাম মোস্তফা ঢাকায় গ্রেপ্তার
রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ১২:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আলোচিত যুবদল কর্মী ইয়ানুর হোসেন হত্যা মামলার প্রধান আসামি গোলাম মোস্তফা (৫০) কে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার সন্ধ্যায় ঢাকার ধামরাই উপজেলার কালামপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট র্যাব-৫ এর সিপিসি-৩ এবং র্যাব-৪ এর সিপিসি-২ এর যৌথ অভিযানে গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গোলাম মোস্তফা পাঁচবিবি উপজেলার গোহারা গ্রামের হানিফের ছেলে। গ্রেপ্তারের পর তাকে পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মো. রায়হান জানান, ইয়ানুর হত্যা মামলার প্রধান আসামিকে ঢাকার ধামরাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে পাঁচবিবির ছালাকুর পুকুরপাড়া এলাকায় যুবদল কর্মী ইয়ানুর হোসেন তার বন্ধু আল-আমীনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে চলাচলের সময় গোলাম মোস্তফা ও তার সহযোগীরা তাদের ওপর হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন ইয়ানুর। পরে তাকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আল-আমীনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় নিহত ইয়ানুরের ছোট ভাই মুমিনুর ১১ জানুয়ারি পাঁচবিবি থানায় গোলাম মোস্তফাসহ ১৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
১৬২ বার পড়া হয়েছে