কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক সভা অনুষ্ঠিত
রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রাম জেলার নাগরিকদের নিরাপত্তা জোরদার ও পুলিশি সেবা আরও গতিশীল করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেডের আয়োজন করা হয়। এতে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। প্যারেড শেষে পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিলশেডে পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত সদস্যরা তাদের পেশাগত ও ব্যক্তিগত সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে সেসব সমস্যা শুনে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় জেলা পুলিশের তিনজন সদস্যের অবসরজনিত বিদায় উপলক্ষে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। পাশাপাশি পেশাদারিত্ব, নিষ্ঠা ও প্রশাসনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ডিসেম্বর-২০২৫ মাসে জেলার মোট ১৩ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।
পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে ডিসেম্বর-২০২৫ মাসের “মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলায় একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটকেন্দ্রের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং সব পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন পুলিশ সুপার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মাসুদ রানা, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার আখতারুজ্জামানসহ জেলার বিভিন্ন থানা ও ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
১১৬ বার পড়া হয়েছে