টি-টোয়েন্টি বিশ্বকাপ: আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তন হবে না, শ্রীলঙ্কায় খেলবে তারা
রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ৯:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আয়ারল্যান্ডকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের গ্রুপ পরিবর্তন না করার নিশ্চয়তা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আয়ারল্যান্ডের সব গ্রুপ পর্বের ম্যাচ হবে শ্রীলঙ্কায়, যেখানে অন্যদিকে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো ভারতের কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা ছিল। তবে নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারত যাওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।
এই পরিস্থিতিতে বিসিবির সঙ্গে ঢাকায় বৈঠক করেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। বৈঠকে অনলাইনে যুক্ত ছিলেন আইসিসির ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেন। বৈঠকে আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তনের বিষয়ও আলোচনা হয়, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ক্রিকেট আয়ারল্যান্ডের কর্মকর্তা নিশ্চিত করেছেন, 'আমরা সুনির্দিষ্ট আশ্বাস পেয়েছি যে মূল সূচি থেকে আমাদের কোনো পরিবর্তন হবে না। আমরা নিশ্চিতভাবেই শ্রীলঙ্কায় গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলছি।'
১১৯ বার পড়া হয়েছে