দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ৮:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির নাম আশরাফুল মৃধা (৪৬)।
বিজিবি সূত্র জানায়, গতকাল শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ডাক্তারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সীমান্ত পিলার ১৫৭/২ এস থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চিলমারী ইউনিয়নের শান্তিপাড়া গ্রামের বাসিন্দা আশরাফুল মৃধাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ২৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৬০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩১ হাজার ৯১৫ টাকা।
রোববার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে বিজিবি।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
১৫৭ বার পড়া হয়েছে