সারাদেশ
রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত কাজী ফজলে রাব্বী (৩৭), তার স্ত্রী আফরোজা বেগম সুবর্ণা (৩০) এবং তাদের সন্তান কাজী ফায়াজ রিশান (৩) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজী বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
রাজধানীর উত্তরায় অগ্নিকাণ্ডে নিহত কাজী পরিবারের ৩ জনের মরদেহ কুমিল্লায় দাফন
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ ৯:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত কাজী ফজলে রাব্বী (৩৭), তার স্ত্রী আফরোজা বেগম সুবর্ণা (৩০) এবং তাদের সন্তান কাজী ফায়াজ রিশান (৩) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজী বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মরদেহগুলো ঢাকার জানাজার পর রাতেই কুমিল্লায় নানুয়ার দিঘীরপাড়ের বাসায় আনা হয়। এরপর পার্শ্ববর্তী দারোগা বাড়ি জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে তিনটি মরদেহ গ্রামে পৌঁছালে এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়ে। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীসহ এলাকার মানুষ নিহতদের শেষবারের জন্য দেখার জন্য কাজী বাড়িতে ছুটে আসেন।
জানাজার নামাজে এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ শত শত মানুষ উপস্থিত ছিলেন।
কাজী ফজলে রাব্বীর বাবা-মা, কাজী খোরশেদল আলম ও ফেরদৌস আরা বেগম, একমাত্র ছেলে, পুত্রবধূ এবং আদরের নাতীকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছেন। রাব্বীর মা কুমিল্লার নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন।
১২০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন