চাঁপাইনবাবগঞ্জে ব্যবসাবান্ধব ও জনকল্যাণমুখী রাজনীতির আহ্বান জামায়াত প্রার্থীর
শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ ৯:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে চলমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করে জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সদর-০৩ আসনের মনোনীত এমপি প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল।
শনিবার দুপুরে চেম্বার ভবনের হলরুমে “চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায় ক্ষেত্রের সমস্যা চিহ্নিতকরণ ও করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ৫৪ বছরের রাজনীতিতে দেশপ্রেমের অভাব লক্ষ্য করা যায়। ক্ষমতার বদলের সঙ্গে সঙ্গে চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসের ঘটনা বেড়ে যাওয়াই বর্তমান রাজনীতির বৈশিষ্ট্য।
মো. নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, জনগণের স্বার্থকে অগ্রাধিকার না দিয়ে দল ও নেতাকর্মীদের স্বার্থকে প্রাধান্য দেওয়াই রাজনীতির বড় ব্যর্থতা। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নতুন ধারার ‘ওয়েলফেয়ার পলিটিক্স’ প্রবর্তনের প্রয়োজন রয়েছে।
তিনি ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, রাজনীতির গতিপ্রকৃতির সঙ্গে ব্যবসার পরিবেশ ঘনিষ্ঠভাবে জড়িত। তাই সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠায় ব্যবসায়ীদের সচেতন ভূমিকা থাকা প্রয়োজন।
প্রার্থী আরও বলেন, একটি নিরাপদ, মানবিক ও ব্যবসাবান্ধব চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব হবে। সভা শেষে তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
১১৮ বার পড়া হয়েছে