সারাদেশ
৪৭টি আসন ফাঁকা রেখে ২৫৩টি আসনে সমঝোতা করেছে ১১ দলীয় নির্বাচনী জোটের ১০টি দল।
শরীয়তপুর-১ আসনে মাওলানা জালালুদ্দীনের মনোনয়ন ঘোষণা
মেহেদী হাসান, শরীয়তপুর
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ ৮:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
৪৭টি আসন ফাঁকা রেখে ২৫৩টি আসনে সমঝোতা করেছে ১১ দলীয় নির্বাচনী জোটের ১০টি দল।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদকে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে এই জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
মাওলানা জালালুদ্দীন বলেন, “আসন্ন নির্বাচন হবে নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। দেশের নির্বাচনী ইতিহাসে এতগুলো ইসলামী দলের মধ্যে এত বড় জোট গঠিত হয়নি। আজকের ঐক্য একটি মডেল হিসেবে ঐতিহাসিক ভূমিকা পালন করবে।”
তিনি আরও যোগ করেন, “গত ৫৪ বছরে মানুষ অনেক দলকে ক্ষমতায় দেখেছে। এবার তারা ইসলামপন্থীদের ক্ষমতায় দেখতে চায়। শরীয়তপুর-১ আসনে আমাকে প্রার্থী করা হয়েছে। আশা করি অন্যান্য দলগুলোর সমর্থন নিয়ে জনগণ আমাকে বিজয়ী করবে, ইনশাআল্লাহ। আমি নির্বাচিত হলে শরীয়তপুরের উন্নয়নে সর্বোচ্চ কাজ করবো।”
১৩৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন