ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি'র ২২৭৬ মামলা
বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ ২:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২,২৭৬টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপি সূত্রে জানা গেছে, রমনা ট্রাফিক বিভাগে ৯টি বাস, ১টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৪৬টি মোটরসাইকেলসহ মোট ১১২টি মামলা করা হয়েছে। লালবাগ ট্রাফিক বিভাগে ৮টি বাস, ২২টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৭৫টি মোটরসাইকেলসহ ১৩২টি মামলা করা হয়। মতিঝিল ট্রাফিক এলাকায় ২২টি বাস, ৫টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৪৯টি সিএনজি ও ১৩৪টি মোটরসাইকেলসহ ২৬৮টি মামলা রেকর্ড করা হয়েছে। ওয়ারী ট্রাফিক বিভাগে ৩৯টি বাস, ৫৪টি ট্রাক, ৪৮টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ১৪০টি মোটরসাইকেলসহ ৩৭৮টি মামলা করা হয়।
অন্যদিকে, তেজগাঁও ট্রাফিক বিভাগে ৬টি বাস, ১টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ ২১১টি মামলা করা হয়। মিরপুর ট্রাফিক এলাকায় ৫৪টি বাস, ২৯টি ট্রাক, ৪৩টি কাভার্ডভ্যান, ৮১টি সিএনজি ও ৪১৪টি মোটরসাইকেলসহ ৭১৫টি মামলা রেকর্ড করা হয়েছে। উত্তরা ট্রাফিক বিভাগে ১২টি বাস, ৫টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ ২১১টি মামলা এবং গুলশান ট্রাফিক এলাকায় ১৬টি বাস, ৫টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ১০৫টি মোটরসাইকেলসহ ২৪২টি মামলা করা হয়।
এছাড়া অভিযানের সময় মোট ১১৯টি গাড়ি ডাম্পিং এবং ২৩৪টি গাড়ি রেকার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে তাদের অভিযান নিয়মিত চলবে।
২২৯ বার পড়া হয়েছে